গোপালগঞ্জ প্রতিনিধি | ২১ অক্টোবর ২০১৭ | ৭:৪৫ অপরাহ্ণ
গোপালগঞ্জের কাশিয়ানীতে ট্র্যাংকের তালা ভেঙে একটি স্কুল থেকে ১৬ টি ল্যাপটপ চুরির ঘটনা ঘটেছে। শুক্রবার দিনগত রাতে উপজেলার রাহুথড় উদয়ন বিদ্যাপীঠ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটেছে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক সরোজ কান্তি বাইন টুটুল জানান, ‘শনিবার সকালে প্রতিদিনের মতো স্কুলে এসে অফিস কক্ষের একটি জানালা ভাঙা দেখি। ভিতরে প্রবেশ করে দরজার ছিনকানী খোলা এবং অফিস কক্ষের ল্যাপটপ রক্ষিত ট্রাংকের তালা ভাঙা দেখতে পাই। ট্রাংকের মধ্যে থাকা ১৬ টি ল্যাপটপ নেই। পরে বিষয়টি মোবাইল ফোনের থানার ওসিকে মোবাইল ফোনে জানাই।’
বিদ্যালয়ের নৈশপ্রহরী সুক চাঁন মন্ডল বলেন, ‘আমি পাহারা দেয়ার জন্য রাতে স্কুলে এসেছিলাম। প্রচন্ড বৃষ্টির কারণে শীতে রাত ১০ টার পরে আমি বাড়িতে চলে যাই। সকালে স্কুলে এসে চুরির কথা জানতে পারি।’
কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম আলীনুর হোসেন চুরির বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘আমি খবর পেয়ে সরেজমিনে গিয়ে পরিদর্শন করে এসেছি। তবে এখন পর্যন্ত কেউ থানায় কোন লিখিত অভিযোগ দেয়নি।’