যায়েদ বীন জামান | ১৫ আগস্ট ২০১৭ | ৩:০৯ অপরাহ্ণ
গোপালগঞ্জের কাশিয়ানীর হোগলাকান্দী সরকারী প্রাথমিক বিদ্যালয়ে গ্রামবাসীর পক্ষ থেকে বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানে’র ৪২তম শাহাদৎ বার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান ও তার পরিবারের সদস্যদের রূহের মাগফিরাত কামনায় অনুষ্ঠিত দোয়া ও মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন গ্রামবাসীর মধ্যে হাজী আব্দুর রাজ্জাক মোল্লা, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোশারফ মোল্লা, ওয়ার্ড মেম্বার আবু সাঈদ মোল্লা, মুক্তিযোদ্ধা লিয়াকত হোসেন নাগর মোল্লা, ইয়ার হোসেন হিরু মোল্লা, স্কুলের প্রধান শিক্ষক মুরাদ হোসেন মোল্লা, সহকারী শিক্ষক আ স ম আব্দুর রউফ, সমাজ সেবক কালিমুল্লাহ ও গিয়াস উদ্দীন প্রমূখ।
দোয়া ও মিলাদ মাহফিল শেষে উপস্থিত সকলের মাঝে তবারক বিতরণ করা হয়।