মোহাম্মদ রেজাউল করিম, কাশিয়ানী (গোপালগঞ্জ) : | ২৫ জুলাই ২০১৭ | ১০:৫৫ অপরাহ্ণ
গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার জয়নগর ইয়ার আলী খান ডিগ্রী কলেজ হতেই উপজেলায় একমাত্র এ বছর উচ্চ মাধ্যমিক পরীক্ষায় জি পি এ-৫ পেয়েছে দুইজন। তারা হচ্ছে, একই উপজেলার মহেশপুর গ্রামের সিরাজুল ইসলাম মৃধার মেয়ে সাফিয়া খানম ও ব্যাসপুরের ইদ্রিস আলীর মেয়ে কাকলি খানম।
জানা গেছে, সারা দেশের এইসএসসির ফল বিপর্যয় হয়েছে এবছর। তবে কলেজের অধ্যক্ষ মোঃ সহিদুল ইসলাম ও অন্যান্য শিক্ষকগণের সাথে কথা বলে মূল কারণ হিসেবে জানা গেছে, এবছর ইংরেজী পরীক্ষা সম্পূর্ণ নতুন কারিকুলামে নেয়া হয়েছে। যার সাথে ছাত্র-ছাত্রীরা পূর্বে পরিচিত ছিলনা। ফলে অধিকাংশ শিক্ষার্থী ইংরেজী বিষয়েই অকৃতকার্য হয়েছে।
কলেজের অপর শিক্ষক মোঃ মোকলেসুর রহমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্ধৃতি দিয়ে বলেন,সংখ্যায় বেশী পাশ করার চাইতে উন্নতমান নিশ্চিত করাই বেশি প্রয়োজন।
তিনি আরও বলেন, জয়নগর ইয়ার আআলী খান ডিগ্রী কলেজ হতেই উপজেলায় মাত্র জি পি এ-৫ পেয়েছে দুইজন। এছাড়া কলেজের বিগত বছর গুলোর ফলাফলও ভাল রয়েছে। ডিগ্রীতে বিগত চার বছরের ফলাফল তুলেধরে তিনি বলেন, সেখানে গত চার বছরে অংশ নেয়া পরীক্ষার্থীর গড়ে প্রায় পঁচানব্বই শতাংশ পাশ করেছে। কলেজের লেখাপড়ার মান যথেষ্ট ভালো রয়েছে। আগামীতে আরও ভালো করার চেষ্টা চলবে।