
কাশিয়ানী (গোপালগঞ্জ) প্রতিনিধি | মঙ্গলবার, ৩০ জুন ২০২০ | প্রিন্ট
গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা মোঃ মোক্তার হোসেন করোনায় আক্রান্ত হয়েছেন।
এ নিয়ে কাশিয়ানী উপজেলায় করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১৩৬ জন।
সোমবার সন্ধ্যায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো: আব্দুল কাইয়ুম তালুকদার বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, গত শনিবার আওয়ামী লীগ নেতা মোক্তার হোসেনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য গোপালগঞ্জ পাঠানো হয়। সোমবার সন্ধ্যায় নমুনা পরীক্ষার রিপোর্ট হাতে পাই। রিপোর্টে তাঁর দেহে করোনা পজেটিভ আসে।
আওয়ামী লীগ নেতা মোক্তার হোসেন বলেন, ‘করোনার শুরু থেকেই জনগণের সেবায় মাঠে থেকে কাজ করছি। দলীয় ও সরকারি বিভিন্ন সাহায্য-সহযোগিতা মানুষের দৌরগোড়ায় পৌঁছে দিতে নিরলস পরিশ্রম করেছি। মাঠপর্যায় কাজ করতে গিয়ে আমি করোনায় আক্রান্ত হয়েছি।’
কাশিয়ানী উপজেলা নির্বাহী কর্মকর্তা সাব্বির আহমেদ বিষয়টি নিশ্চি করে বলেন, ‘মোক্তার হোসেন বর্তমান উপজেলার রামদিয়া নিজ বাড়িতে আইসোলেশনে আছেন। তাঁর বাসার অন্যান্য সদস্যদেরও নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হবে। আমি তাঁর সুস্থতা কামনা করছি।’
Posted ৮:০১ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ৩০ জুন ২০২০
ajkerograbani.com | shalauddin Razzak
.
.
Archive Calendar