কাশিয়ানী (গোপালগঞ্জ) সংবাদদাতা: | ০৯ ডিসেম্বর ২০১৭ | ৩:১০ অপরাহ্ণ
গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলা আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটির পরিচিতি সভা শনিবার উপজেলা অডিটরিয়াম হলে অনুষ্ঠিত হয়েছে।
পরিচিতি সভায় প্রধান অতিথি ছিলেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ মাহাবুব আলী খান, বিশেষ অতিথি ছিলেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি গোপালগঞ্জ জজ কোর্টের পিপি এ্যাড: আব্দুল হালিম মিয়া, জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়র এম এম আবুল হোসেন।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ মোক্তার হোসেনের সভাপতিত্বে পিরিচিতি সভায় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজি জাহাঙ্গীর আলমের সঞ্চলনায় অন্যানের মধ্যে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের নেতা এ্যাড: মোঃ মাসুদ আলী, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মোঃ ইদ্রিস আলী মিয়া, উপজেলা আওয়ামী লীগের নেতা মোঃ মনিরুজ্জামান, শামচুন নাহার মিনাজ্জামান, আব্দুর রউপ মিয়া, রাজিব উদ্দিন রাজু, কাশিয়ানী সদর ইউপি চেয়ারম্যান মোঃ মশিউর রহমান খান, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পদক আনোয়ার হোসেন আনু প্রমূখ।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ মোক্তার হোসেন ও সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম পূর্ণাঙ্গ কাশিয়ানী উপজেলা আওয়ামী লীগের সকল সদস্যদের উপস্থিত আওয়ামী লীগের নেতা কর্মীদের সাথে পরিচয় করে দেন।