অনলাইন ডেস্ক | ০৯ জুন ২০১৭ | ১০:৪৯ অপরাহ্ণ
গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যানের উদ্যোগে ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে।
শুক্রবার সন্ধ্যায় উপজেলার সাধুহাটি গ্রামে ভাইস চেয়ারম্যানের নিজ বাড়ীতে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন শেখ লুৎফর রহমান (বাচ্চু), জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো: মাহাবুব আলী খান, জেলা পরিষদের সদস্য শরীফ সোহরাফ হোসেন, ভাইস চেয়ারম্যান খাজা নেওয়াজ, কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম আলীনুর হোসেন, বেনাপোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অপূর্ব হাসান।
এছাড়া বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও সংগঠনের নেতৃবৃন্দ, সাংবাদিকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
ইফতারের আগে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। ইফতার মাহফিলে প্রায় দেড় হাজার নারী-পুরুষ অংশগ্রহণ করেছেন।