কাশিয়ানী ( গোপালগঞ্জ) প্রতিনিধি: | ৩০ আগস্ট ২০১৭ | ৪:৪২ অপরাহ্ণ
গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলা সদর বাজার কমিটি বুধবার আনুষ্ঠানিকভাবে গঠিত হয়েছে। এ উপলক্ষে বাজার পুজা মন্দিরের সামনে একটি আলোচনা সভার আয়োজন করা হয়।
কাশিয়ানী ইউপি চেয়ারম্যান মোঃ মশিউর রহমান খান আলোচনা সভায় সভাপতিত্ব করেন। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সধারণ সম্পাদক কাজী জাহাঙ্গীর আলম। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা একেএম আলীনূর হোসেন পিপিএম। অন্যান্যের মধ্যে গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগ সদস্য এমএ খায়ের মিয়া, সাবেক চেয়ারম্যান কুদ্দুসুর রহমান, কাশিয়ানী জিসি পাইলট উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি শরাফত হোসেন লাভলু মৃধা, প্রমুখ বক্তব্য রাখেন।
সভা পরিচালনা করেন কাশিয়ানী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন আনু। দীর্ঘ আলোচনা শেষে অনুষ্ঠানের প্রধান অতিথি কাজী জাহাঙ্গীর আলম বাজার কমিটির নাম ঘোষণা করেন। বাজার কমিটির সভাপতি ইউপি চেয়ারম্যান মোঃ মশিউর রহমান খান, সাধারণ সম্পাদক ব্যবসায়ী উত্তম রায়, কার্যকরি সদস্য, ওয়ার্ড মেম্বর অরবিন্দ বিশ্বাস, ওয়ার্ড মহিলা সদস্য আমেনা বেগম, এলজিইডি প্রতিনিধি আতাউর রহমান পল্টু, ঘরমালিক প্রতিনিধি এনায়েত হোসেন লিটু মৃধা, বাজারের ব্যবসায়ী প্রতিনিধি বোরহান হোসেন, আনন্দ পাল, কবির হোসেন ও রেন্টু।