রেজাউল করিম : | ০৬ মার্চ ২০১৭ | ৬:২২ অপরাহ্ণ
২৭ নং কাশিয়ানী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান গতকাল অনুষ্ঠিত
হয়েছে।
স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি আনোয়ার হোসেন আনুর সভাপতিত্বে দুই দিনব্যাপী পরিচালিত এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক আজকের অগ্রবাণী পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক সালাহউদ্দিন রাজ্জাক, উপজেলা শিক্ষা অফিসার মাখন লাল নাথ, স্কুলের প্রধান শিক্ষক কামরুল হাসানসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে অতিথিরা বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাছে পুরস্কার বিতরণ করা হয়।
বিশেষ অতিথির বক্তব্যে আজকের অগ্রবাণীর ভারপ্রাপ্ত সম্পাদক সালাহউদ্দিন রাজ্জাক বলেন, শুধু পড়ালেখায় নয়, ভাল মানুষ এবং সুনাগরিক হতে হলে খেলাধুলার বিকল্প নেই। খেলাধুলা উন্নত জাতি গঠনে সহায়ক এবং শরীর ও মনকে সতেজ রাখে।