| ২৭ মার্চ ২০২০ | ৪:৩৯ অপরাহ্ণ
করোনাভাইরাসের সময় এক অদ্ভুত নিয়ম জারি করেছে যুক্তরাজ্য সরকার। দেশটিতে জরুরি বিভাগে কর্মরত লোকজনের ওপর কাশি দিলেই শাস্তি পেতে হবে।
ব্রিটেনের সরকারি আইন কর্মকর্তারা হুঁশিয়ার করে দিয়ে বলেছেন, যদি কেউ করোনাভাইরাস ব্যবহার করে জরুরি কাজে নিয়োজিত কর্মীদের বিপন্ন করে, তাহলে তাদের বিরুদ্ধে ফৌজদারি মামলা করা হবে।
তারা বলেন, বিভিন্ন জায়গা থেকে খবর এসেছে যে, কোনও কোনও লোকজন নিজেদেরকে কোভিড-১৯ আক্রান্ত বলে পরিচয় দিয়ে পুলিশ এবং অন্যান্য জরুরি কর্মীদের ওপর ইচ্ছা করে কাশি দিচ্ছে। কিন্তু এগুলো বেআইনি এবং জরুরি কর্মীদের ওপর আক্রমণ শাস্তি যোগ্য অপরাধ।
তবে এভাবে কাশি দেয়ার শাস্তি কি হতে পারে সে বিষযে বিস্তারিত জানাননি ওই কর্মকর্তারা।
প্রসঙ্গত, যুক্তরাজ্যে ভয়াবহ আকার ধারণ করেছে করোনাভাইরাস। বৃহস্পতিবার পর্ন্ত দেশটিতে মোট ১১৬৫৮ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এতে মারা গেছেন আরও ৫৭৮ জন। করোনা ঠেকাতে দেশটিতে কমপক্ষে ৬ মাস লকডাউন থাকার পক্ষে মত দিয়েছেন এক স্বাস্থ্য কর্মকর্তা।