
ডেস্ক | শুক্রবার, ১৯ জুন ২০২০ | প্রিন্ট
রিয়াল মাদ্রিদ ইতিহাসে নিজের জায়গা আরও স্মরণীয় করে নিলেন করিম বেনজেমা। ক্লাবটির ইতিহাসে সর্বোচ্চ গোল সংগ্রাহকের তালিকায় এখন ঠাঁই পাবে তার নামও। ফরাসি ফরোয়ার্ড গড়েছেন নতুন রেকর্ড, ছাড়িয়ে গেছেন লস ব্লাঙ্কোসদের হাঙ্গেরিয়ান কিংবদন্তি ফেরেঙ্ক পুসকাসকে।
বৃহস্পতিবার রাতে দর্শকশূন্য সান্তিয়াগো বার্নাব্যুতে ভ্যালেন্সিয়ার বিপক্ষে ৩-১ গোলের জয় পেয়েছে স্বাগতিক রিয়াল। ম্যাচে জোড়া গোল এসেছে বেনজেমার থেকে।
জোড়া গোলে বেনজেমা টপকে গেছেন পুসকাসকে। ২৪২ গোলে আগে রিয়ালের গোলদাতার তালিকায় পাঁচে ছিলেন হাঙ্গেরিয়ান কিংবদন্তি। সেই জায়গাটা এখন বেনজেমার, ফরাসি ফরোয়ার্ডের গোল হয়ে গেছে ২৪৩টি।
একইদিনে নতুন আরও কীর্তি গড়েছেন বেনজেমা, গড়েছেন টানা আট মৌসুমে ২০টির বেশি গোল করার রেকর্ড। রিয়ালের হয়ে আগে মাত্র তিন ফুটবলারের এই কীর্তি ছিল- ক্রিস্টিয়ানো রোনালদো, আলফ্রেড ডি স্টেফানো ও সাবেক অধিনায়ক রাউলের।
Posted ৮:০২ অপরাহ্ণ | শুক্রবার, ১৯ জুন ২০২০
ajkerograbani.com | shalauddin Razzak
.
.
Archive Calendar