| ২৫ মার্চ ২০২০ | ৩:১৭ অপরাহ্ণ
কিছুক্ষণের মধ্যেই মুক্তি পাচ্ছেন খালেদা জিয়া। এরইমধ্যে কারা কর্তৃপক্ষ সব প্রক্রিয়া সম্পন্ন করেছে। সমস্ত আনুষ্ঠানিকতাও সম্পন্ন হয়েছে।
এরই মধ্যে খালেদা জিয়াকে বহনকারী গাড়ি এসে পৌঁছেছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিক্যাল বিশ্ববিদ্যালয় ফটকের সামনে। বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত নিরাপত্তাকর্মীরাও সেখানে পৌঁছেছেন। হাজির হয়েছেন তাঁর পূর্বের ব্যক্তিগত চিকিৎসকরাও।
এদিকে, খালেদা জিয়াকে স্বাগত জানানোর জন্য সেখানে জড়ো হয়েছেন নেতাকর্মীরা। তাদের ভিড় সরাতে হিমসিম খাচ্ছেন নেতাকর্মীরা।
এর আগে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ছোটভাই শামীম ইস্কান্দারের জিম্মায় কিছুক্ষণের মধ্যেই মুক্তি দেওয়া হচ্ছে।