| ১৬ জানুয়ারি ২০২১ | ৯:৩৮ অপরাহ্ণ
কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলায় মায়ের হাত ধরে রাস্তা পার হওয়ার সময় বাসের চাপায় মো. আব্দুল্লাহ (১০) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
আজ শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার আচমিতা ইউনিয়নের বানিয়াগ্রাম বাজারে এই দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুল্লাহ কটিয়াদী উপজেলার আচমিতা ইউনিয়নের পাঁচগাতিয়া গ্রামের রবি মিয়ার পুত্র।
প্রত্যক্ষদর্শীরা জানান, আজ দুপুরে বানিয়াগ্রাম বাজার থেকে শিশু আব্দুল্লাহ মায়ের হাত ধরে রাস্তা পারাপারের জন্য দাঁড়িয়ে ছিল। এ সময় আব্দুল্লাহ ও তার মা রাস্তা পার হতে গেলে ঢাকা থেকে ছেড়ে আসা কিশোরগঞ্জগামী একটি বাস তাকে চাপা দেয়। পরে ঘটনাস্থলেই শিশুটির মৃত্যু হয়।
এ ঘটনার পর বিক্ষুব্ধ এলাকাবাসী দুইটি যাত্রীবাহী বাস ভাঙচুর করে এবং মহাসড়ক অবরুদ্ধ করে রাখে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
কাটিয়াদি মডেল থানার ওসি আব্দুল জলিল জানান, শিশুটির লাশ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। আজ রাতে ময়নাতদন্তের জন্য লাশটি কিশোরগঞ্জ মর্গে পাঠানো হবে।