অনলাইন ডেস্ক | ১৮ অক্টোবর ২০১৭ | ৭:৫২ অপরাহ্ণ
গ্রামীণ ব্যাংকের ঋণের কিস্তি পরিশোধ করতে না পেরে কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলায় মো. ফারুক (৩৮) নামে এক কৃষক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।
মঙ্গলবার সন্ধ্যায় তিনি বাড়ির পাশে পুকুরের পাড়ে কদম গাছের সঙ্গে গামছা পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।
নিহত মো. ফারুক উপজেলার ছোট ধুশিয়া গ্রামের কনু মিয়ার ছেলে।
পারিবারিক সূত্র জানায়, ফারুকের স্ত্রী, তিন ছেলে ও এক মেয়ে রয়েছে। তিনি কৃষিকাজ করে জীবিকা নির্বাহ করতেন। সংসারের ভরণ-পোষণের জন্য ব্যাংক থেকে কিস্তি ও প্রতিবেশীর কাছ থেকেও টাকা ধার নিয়েছিলেন তিনি।
কিন্তু অভাব-অনটনের কারণে কিছুদিন যাবৎ কোনোভাবেই কিস্তি ও ধার নেয়া টাকা পরিশোধ করতে পারছিলেন না ফারুক। যার জের ধরে মঙ্গলবার তিনি আত্মহত্যা করেন।
ব্রাহ্মণপাড়া থানার এসআই বিকাশ মণ্ডল ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
তিনি বলেন, কিস্তি ও ঋণের বোঝা সইতে না পেরে মো. ফারুক আত্মহত্যা করেছেন বলে তার পরিবার জানিয়েছে।
নিহত ফারুকের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান এসআই বিকাশ।