নিজস্ব প্রতিবেদক: | ২০ আগস্ট ২০১৭ | ১২:১৩ পূর্বাহ্ণ
পপুলার ফেসবুক গ্রুপ কুইন্স ওয়ার্ল্ড এর দ্বিতীয় গেট টুগেদার গত শুক্রবার রাজধানীর ধানমন্ডির থাই সিগনেচারে অনুষ্ঠিত হয়েছে।
সকাল ১১ টায় শুরু হওয়া অনুষ্ঠানটি চলে সন্ধ্যা সাতটা পর্যন্ত।
অনুষ্ঠানটি তাদের মনের মতো করে সাজান কুইন্স ওয়ার্ল্ড কো-অ্যাডমিন রিদিমা কবির ও প্রতিষ্ঠাতা অ্যাডমিন উম্মে হাবিবা নিশা।
উল্লেখ্য, ফেসবুকের বৃহত্তম বাংলাদেশী মেয়েদের গ্রুপ কুইন্স ওয়ার্ল্ড এ ৬৬ হাজার প্লাস নারী সদস্য রয়েছে।
অনুষ্ঠানটির মিডিয়া পার্টনার ছিলো দৈনিক আজকের অগ্রবাণী।