অগ্রবাণী ডেস্ক | ০৭ জুন ২০১৭ | ১০:২৮ পূর্বাহ্ণ
লন্ডনে কাজ করার সময় শ্রমিকরা ড্রেনের ভেতরে কাঁদা মাখা এখটি জন্তুকে দেখতে পান। প্রথমে তারা বুঝতে পারেননি যে এটা কোন ধরনের জন্তু।
ভালোভাবে দেখার পর তাদের মনে হয় এটা কুকুর। এরপর সেই জন্তুটিকে তারা হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে নিয়ে যাওয়ার পর তারা জানতে পারে এটা কুকুর নয় শিয়াল।
সোশ্যাল সাইটে এই ফটোটি শেয়ার করা হয়েছে সেখানে লেখা হয়েছে শ্রমিকরা কাজ করার সময় এই জন্তুটিকে দেখতে পায়। প্রথমে তারা বুঝতে পারেনি এটা কোন জন্তু। ভালো করে দেখার পর তাদের মনে হয় এটা কুকুর।
পশুটির অবস্থা ভালো না থাকায় শ্রমিকরা তাড়াতাড়ি তাকে এসেক্স ওয়াইল্ডলাইফ হাসপাতালে নিয়ে যায়। যেখানে ভেটেরিনারি ডাক্তার তাকে অবিলম্বে নেয়। প্রথমে ডাক্তারাও বুঝতে পারেনি এটা কোন জন্তু। তাদেরও মনে হয় এটা কুকুর।
সেই জন্তুটিকে পরিষ্কার করার পর যেটা সামনে এলো সেটা অবাক করার মতো। ভেটেরিনারি ডাক্তাররা জানান এটা কুকুর নয় শিশু শিয়াল। তবে এই শিয়ালটি কিভাবে সেই ড্রেনে পড়ে গেলো সে ব্যাপারে কেউ কিছু জানে না। সোশ্যাল সইটে সকলেই শ্রমিকদের এই কাজের প্রশংসা করছে।