আজকের অগ্রবাণী ডেস্ক | ১২ আগস্ট ২০১৭ | ৮:২৮ অপরাহ্ণ
ছোটবেলায় কম বেশি সবাই-ই কুকুর দেখে ভয় পায়। রাস্তায় কুকুর দেখলে দূরে কোথাও দাঁড়িয়ে থাকা, তারপর বড় কেউ এলে তাকে অবলম্বন করে কুকুরটিকে এড়িয়ে যাওয়া- এমন ঘটনা শৈশবে ঘটেনি, অমন মানুষ খুঁজে পাওয়া দুস্কর। অবশ্য বয়স বাড়ার সঙ্গে সঙ্গে মন থেকে কেটে যায় কুকুরের ভয়। পাল্টা কুকুরটিই বড় মানুষ দেখে লেজ গুটিয়ে দৌড়ে পালায়। কিন্তু সব কুকুরকি পালায়? এই ভিডিওটিই দেবে এর উত্তর। ভিডিওটি দেখুন এখানে:
ঘটনাটি হচ্ছে- একটি কুকুর আকস্মিকভাবেই তাড়া করে বসে একজন পথচারীকে। কুকুরের আক্রমণে পথের মধ্যেই শুয়ে পড়েন উক্ত মানুষটি। কিছু মুহূর্ত পর তাকে উদ্ধার করতে আসেন কজন। কিন্তু তাতে কী! উদ্ধারকারীদেরও নাজেহাল হতে হয় কুকুরটির কাছে। পরিশেষে তিন থেকে চারজন ব্যক্তি কুকুরটিকে বেদম প্রহার করলে কুকুরটি পালাতে বাধ্য হয়। যদিও লাঠিসোটা নিয়ে কুকুরটি তাড়াতে রীতিমত হিমশিম খেতে হয়েছে উক্ত তিন-চারজন ব্যক্তিকে!