
| শনিবার, ২৭ ফেব্রুয়ারি ২০২১ | প্রিন্ট
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলা সদর এলাকাসহ কয়েকটি গ্রামে পাগলা কুকুরের কামড়ে একদিনে ১৩ জন আহত হয়েছেন। যাকে যেখানে পেয়েছে তাকেই আক্রমণ করেছে পাগলা কুকুর। কুকুরের আক্রমণ থেকে বাঁচতে গিয়ে এদিক-সেদিক ছুটে অনেকে আহত হয়েছেন। এমন সংবাদ ছড়িয়ে পড়ায় উপজেলার সব শ্রেণিপেশার লোকজনের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে।
ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, ব্রাহ্মণপাড়া উপজেলা সদর, ছাতিয়ানী, গোপালনগর, দুলালপুর বেজুরা, মহালক্ষীপাড়া, টাটেরা এলাকা থেকে কুকুরের কামড়ে আহত ১৩ জন রোগী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে চিকিৎসা নিয়েছে।
এদের মধ্যে রয়েছেন- ব্রাহ্মণপাড়া সদরের আবু সিদ্দিকের মেয়ে মনি আক্তার (৫), একই এলাকার কবির হোসেনের ছেলে ইসরাফিল (৮), ছাতিয়ানী গ্রামের মৃত খোয়াজ আলীর ছেলে আব্দুল লতিফ (৬০), বেজুরা গ্রামের কামাল হোসেনের স্ত্রী রুবিনা আক্তার (২২, একই গ্রামের সুলতান মিয়ার ছেলে জাকির হোসেন (৩৫), হাফিজ মিয়ার ছেলে হৃদয় (১৪), দুলাল মিয়ার ছেলে উজ্জল হোসেন (১৩), টাটেরা গ্রামের আবুল হাসেমের ছেলে সোহেল রানা (২৮), গোপলনগর গ্রামের আব্দুল কাইয়ুমের মেয়ে ফারিয়া আক্তার (৪), দুলালপুর গ্রামের মৃত আব্দুর রাজ্জাকের ছেলে আব্দুল্লাহ আল মামুন (৩২), মোহালক্ষীপাড়া গ্রামের সালাম মোল্লার ছেলে শাহ আলম (৫০), এবং একই গ্রামের আজাদ মিয়ার ছেলে মেহেদী হাসান (১২) বজলু মিয়ার ছেলে আব্দুল কাদের (২৮)।
বিষয়টি নিয়ে আহত কয়েকজনের সঙ্গে কথা বললে তারা জানান, একটি কালো রঙের কুকুর ওইদিন এদিক-সেদিক ছুটোছুটি করে যাকে সামনে পেয়েছে তাকেই আক্রমণ করেছে।
Posted ১১:০৭ পূর্বাহ্ণ | শনিবার, ২৭ ফেব্রুয়ারি ২০২১
ajkerograbani.com | shalauddin Razzak
.
.
Archive Calendar