অনলাইন ডেস্ক | ২৩ জুলাই ২০১৭ | ১২:১৮ পূর্বাহ্ণ
কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য হাজী আ ক ম বাহাউদ্দিন বাহারকে সভাপতি ও কুমিল্লা দক্ষিণ জেলা যুবলীগের সহ-সভাপতি আরফানুল হক রিফাতকে সাধারণ সম্পাদক করে ৭১ সদস্যের কুমিল্লা মহানগর আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দিয়েছেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।
শুক্রবার বিকালে গণভবনে আওয়ামী লীগের স্থানীয় সরকার নির্বাচন মনোনয়ন বোর্ডের সভায় এ অনুমোদন দেয়া হয়।
শনিবার রাতে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এ পূর্ণাঙ্গ কমিটি আরফানুল হক রিফাতের হাতে তুলে দেন। এ সময় চট্টগ্রাম বিভাগের দায়িত্বে থাকা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক একেএম এনামুল হক শামীম উপস্থিত ছিলেন।
কুমিল্লা সিটি করপোরেশন প্রতিষ্ঠার ছয় বছর পর এটিই আওয়ামী লীগের প্রথম পূর্ণাঙ্গ কমিটি।
কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য হাজী আ ক ম বাহাউদ্দিন বাহার বলেন, ‘আমাদের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন করা হয়েছে। কুমিল্লা মহনগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রিফাতের কাছে তা হস্তান্তর করেছেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।’