
| শনিবার, ২৬ ডিসেম্বর ২০২০ | প্রিন্ট
কুষ্টিয়ার পুলিশ সুপার (এসপি) এস এম তানভীর আরাফাতকে বরখাস্তের দাবি জানিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। আজ শুক্রবার হেফাজতের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুল হক ইসলামাবাদী গণমাধ্যমে পাঠানো এক বিবৃতি দিয়ে এ দাবি জানান।
পুলিশ সুপারের সাম্প্রতিক এক বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানান মাওলানা আজিজুল হক। কুষ্টিয়ায় বিপ্লবী বাঘা যতীনের ভাস্কর্য ভাঙচুরের ঘটনায় গত ২১ ডিসেম্বর কুমারখালীর কয়া মহাবিদ্যালয়ে এক প্রতিবাদ সভায় বক্তব্য দেন পুলিশ সুপার তানভীর আরাফাত। বঙ্গবন্ধু ও বাংলাদেশের সংবিধান নিয়ে যারা প্রশ্ন তুলতে চান, তাদের জন্য তিনি তিনটি বিকল্প প্রস্তাব দেন ওই সভায়।
প্রস্তাবে পুলিশ সুপার বলেন, ‘এক, উল্টাপাল্টা করবা হাত ভেঙে দেব, জেল খাটতে হবে। দুই, একেবারে চুপ করে থাকবেন, দেশের স্বাধীনতা ও বঙ্গবন্ধুর ইতিহাস নিয়ে কোনো প্রশ্ন করতে পারবেন না। তিন, আপনার যদি বাংলাদেশ পছন্দ না হয়, তাহলে ইউ আর ওয়েলকাম টু গো ইউর প্যায়ারা পাকিস্তান।’
মাওলানা আজিজুল হক ইসলামাবাদী বলেন, ‘কুষ্টিয়ার এসপির তথাকথিত মৌলবাদের ধোঁয়া তুলে হাত ভেঙে দেওয়ার হুমকি সরকারি পোশাকে গণবিরোধী মাস্তানি। ভাস্কর্য ভাঙার মতো স্যাবোটাজ ঘটিয়ে আলেম-ওলামার ওপর দায় চাপিয়ে রাজনৈতিক ফায়দা লুটার চেষ্টা চলছে।’
পুলিশ সুপার এস এম তানভীর আরাফাতকে বরখাস্তের দাবি জানিয়ে দেওয়া বিবৃতিতে বলা হয়, ‘পুলিশ প্রজাতন্ত্রের কর্মচারী বা জনগণের সেবক। জনগণের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় তারা নিয়োজিত। বিচার করা বা শাস্তি দেওয়া পুলিশের দায়িত্ব নয়। পুলিশের দায়িত্ব অপরাধ ঠেকানো এবং অপরাধীদের গ্রেপ্তার করে আদালতে বিচারপ্রক্রিয়ায় পাঠানো। কিন্তু পুলিশ কোনো অপরাধীর হাত ভেঙে দিতে পারে না, কিংবা কোনো অপরাধীকে বিনা বিচারে জেল খাটাতেও পারে না। সরকারের কাছে আমরা অবিলম্বে ওই এসপিকে বরখাস্ত করার আহ্বান জানাই।’
Posted ৭:৪০ পূর্বাহ্ণ | শনিবার, ২৬ ডিসেম্বর ২০২০
ajkerograbani.com | shalauddin Razzak
.
.
Archive Calendar