
ডেস্ক রিপোর্ট | বুধবার, ০৭ জুলাই ২০২১ | প্রিন্ট
কুষ্টিয়া জেনারেল হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরো ১৬ জন মারা গেছেন। এর মধ্যে করোনা পজেটিভ হয়ে ১০ জন ও উপসর্গ নিয়ে মারা গেছেন ছয়জন।
মৃতদের সবার বাড়ি কুষ্টিয়া জেলায়। এর আগের দিন মারা যান ১৩ জন।
গত ২৪ ঘণ্টায় ৮০১টি নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছে ২৩৪ জন। শনাক্তের হার ২৯ দশমিক ২১ শতাংশ। এ পর্যন্ত জেলায় মারা গেছেন ২৭৫ জন।
গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১০৪ জন। হাসপাতালে ভর্তি হয়েছেন ৪৬ জন। সব মিলিয়ে ভর্তি আছেন ২৫২ জন।
কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার তাপস কুমার সরকার বলেন, ২৪ ঘণ্টায় ১৬ জন মারা গেছেন। রোগী ভর্তি হয়েছে ৪৬ জন। হাসপাতালে অক্সিজেনের কোনো সংকট এখনো নেই।
Posted ১:১০ অপরাহ্ণ | বুধবার, ০৭ জুলাই ২০২১
ajkerograbani.com | shalauddin Razzak
.
.
Archive Calendar