কুড়িগ্রাম প্রতিনিধিঃ | ২৩ জুলাই ২০১৭ | ১১:২২ অপরাহ্ণ
কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় তিস্তা নদীর ভাঙন ঠেকানোর দাবিতে কয়েক হাজার মানুষের দুই কিলোমিটার দীর্ঘ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রোববার দুপুরে উপজেলার বিদ্যানন্দ ও ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
রেল-নৌ, যোগাযোগ ও পরিবেশ উন্নয়ন গণকমিটির রাজারহাট শাখার উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে বক্তব্য দেন সংগঠনের প্রধান সমন্বয়ক নাহিদ হাসান নলেজ, জেলা সভাপতি তাজুল ইসলাম, দপ্তর সম্পাদক খন্দকার আরিফ, উপজেলা কমিটির সভাপতি জাকির হোসেন, সুমন বসুনিয়া ও দুই ইউনিয়নের চেয়ারম্যানসহ অনেকেই।
মানববন্ধনে এলাকার ক্ষতিগ্রস্ত মানুষসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ নেন।