
ডেস্ক রিপোর্ট | বৃহস্পতিবার, ০৮ জুলাই ২০২১ | প্রিন্ট
কুড়িগ্রাম সদর উপজেলার পাঁচগাছী, যাত্রাপুরসহ কয়েকটি ইউনিয়নের প্রায় দুই লাখ মানুষের দুর্ভোগ কমিয়েছে ছাত্রলীগ। বৃহস্পতিবার এসব ইউনিয়নের ক্ষতিগ্রস্ত সড়কে বালুর বস্তা ফেলে চলাচলের উপযোগী করেছেন ছাত্রলীগ নেতাকর্মীরা।
নবগঠিত কমিটির সভাপতি রাজু আহমেদ, সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন ও কেন্দ্রীয় সদস্য আশরাফুল আলমের নেতৃত্বে এ কাজে অংশ নেন জেলা ছাত্রলীগের শতাধিক নেতাকর্মী। এদিকে স্বেচ্ছায় সড়ক সংস্কার করায় ছাত্রলীগকে ধন্যবাদ জানিয়েছে স্থানীয়রা।
জানা গেছে, কুড়িগ্রাম-যাত্রাপুর সড়কের শুলকুর বাজার এলাকায় নির্মাণাধীন সেতুর পাশের বাইপাস সড়কটি বৃষ্টি ও ধরলা নদীর পানিতে ক্ষতিগ্রস্ত হয়। এতে মানুষের দুর্ভোগ বেড়ে যায়। বিষয়টি জানতে পেরে বৃহস্পতিবার দুর্ভোগ কবলিত এলাকায় ছুটে যান ছাত্রলীগ নেতাকর্মীরা। এরপর নিজেরাই উদ্যোগ নিয়ে বালুর বস্তা ফেলে সড়কটি চলাচলের করে দেন।
সরেজমিনে দেখা গেছে, কাদাপানিতে একাকার ছাত্রলীগ নেতাকর্মীরা বস্তায় বালু ভর্তি, তা প্যাকেট করা, এরপর বালুভর্তি বস্তা বহন করে সড়কের ক্ষতিগ্রস্ত অংশে ফেলছেন। সারাদিন এভাবে সদর উপজেলার কয়েকটি ইউনিয়নের ক্ষতিগ্রস্ত সড়কে প্রায় ৪৫০টি বালুর বস্তা ফেলেন তারা।
কুড়িগ্রাম জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন জানান, তারা মানুষের দুর্ভোগ কমাতে কাজগুলো করছেন। তাদের এ স্বেচ্ছাশ্রম অব্যাহত থাকবে। ঢল বা নদীর পানিতে কোনো সড়ক ডুবে গেলে মানুষের চলাচলের সুবিধার্থে ড্রাম দিয়ে ভাসমান সেতু নির্মাণ করে দেয়া হবে বলেও জানান তিনি।
Posted ১০:১৬ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৮ জুলাই ২০২১
ajkerograbani.com | shalauddin Razzak
.
.
Archive Calendar