| ২৪ জানুয়ারি ২০২১ | ১০:০০ অপরাহ্ণ
ঘন কুয়াশার কারণে বাংলাবাজার-শিমুলিয়া নৌরুটে বন্ধ করে দেওয়া হয়েছে ফেরি চলাচল।
রবিবার রাত সোয়া ৮টা থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। বিআইডব্লিউটিসি’র বাংলাবাজার ঘাট সূত্রে এ তথ্য জানা যায়।
ঘাট সূত্র জানায়, সন্ধ্যা থেকেই কুয়াশা পড়তে শুরু করে। রাত ৯টার দিকে প্রচুর কুয়াশা পড়ায় নদী পথে অন্ধকার নেমে আসে। দিক নির্দেশনামূলক বাতি কুয়াশার প্রকোপে দেখা না যাওয়ায় দুর্ঘটনা এড়াতে সোয়া ৯টা থেকে ফেরি চলাচল বন্ধ রাখে কর্তৃপক্ষ। এ সময় শিবচরের বাংলাবাজার ঘাটে রোরো ফেরি এনায়েতপুরী পরিবহন লোড করে ঘাটেই নোঙর করে রাখে। এছাড়াও উভয় ঘাট থেকে ছেড়ে আসা একাধিক ফেরি পদ্মা নদীর বিভিন্ন স্থানে নোঙর করে আছে।
বিআইডব্লিউটিসি’র বাংলাবাজার ফেরিঘাটের ব্যবস্থাপক সালাহউদ্দিন আহমেদ জানান, কুয়াশার পরিমাণ বেড়ে যাওয়ায় পথঘাট দেখা যাচ্ছে না। নৌপথে কুয়াশার পরিমাণ আরো বেশি। দুর্ঘটনা বন্ধ রাখা হয়েছে ফেরি চলাচল।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | ৫ | ||
৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ | ১২ |
১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ | ১৯ |
২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ |
২৭ | ২৮ | ২৯ | ৩০ | ৩১ |