নিজস্ব প্রতিবেদক: | ২৯ জুলাই ২০১৭ | ৯:৫০ পূর্বাহ্ণ
বাংলাদেশ আওয়ামী সেচ্ছাসেবক লীগের ২৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজিব ওয়াজেদ জয়ের জন্মদিন উপলক্ষে খিলক্ষেত থানা সেচ্ছাসেবক লীগের উদ্যোগে এক আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করা হয়।
খিলক্ষেত থানা সেচ্ছাসেবক লীগের সভাপতি দেওয়ান মো: আবুল হাছানের সভাপতিত্বে বৃহস্পতিবার বিকেলে খিলক্ষেত থানা আওয়ামী লীগের অফিসে আয়োজিত এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খিলক্ষেত থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো: আসলাম উদ্দিন, খিলক্ষেত থানা সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক হারুনুর রশিদ,
সিনিয়র সহ সভাপতি ফরিদুল ইসলাম নাসির, যুগ্ম সম্পাদক কামাল হোসেন, ডুমনি ইউনিয়ন সেচ্ছাসেবক লীগের সভাপতি কামাল মাহমুদ, ৯৬ নং ওয়ার্ড সেচ্ছাসেবক লীগের সভাপতি জহিরুল ইসলাম ও সাধারণ সম্পাদক মহিবুল হক চৌধুরী সমির প্রমুখ।