আজকের অগ্রবাণী ডেস্ক | ৩১ আগস্ট ২০১৭ | ১২:৪০ অপরাহ্ণ
কেন্দ্রীয় শহীদ মিনারে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী আবদুল জব্বারের প্রতি শেষ শ্রদ্ধা জানাচ্ছেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। ফুলেল শ্রদ্ধা নিবেদন শেষে তাঁকে ঢাকা জেলার পক্ষ থেকে গার্ড অব অনার দেওয়া হবে।
শহীদ মিনারে শুরুতেই প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে তাঁর মুখ্য সচিব কামাল আবদুল নাসের চৌধুরী শিল্পীর প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। এর পর আওয়ামী লীগের পক্ষ থেকে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় তাঁর সঙ্গে ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী, সাংস্কৃতিক সম্পাদক অসীম কুমার উকিল, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী, সদস্য এস এম কামাল, সাবেক সহসম্পাদক শফী আহমেদ, ঢাকা দক্ষিণ মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ। এর পর সংস্কৃতি মন্ত্রণালয়ের পক্ষ থেকে মন্ত্রী আসাদুজ্জামান নূর ও খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম শ্রদ্ধা প্রদর্শন করেন।
এর আগে আবদুল জব্বারকে এই বাংলার হেমন্ত মুখোপাধ্যায় বলে আখ্যা দেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
ওবায়দুল বলেন, আবদুল জব্বার ছিলেন সুরের জাদুকর। দীর্ঘদিন সুরের মূর্ছনায় তিনি মানুষকে বিমোহিত করে রেখেছেন।
গতকাল বুধবার সকাল সাড়ে ৮টার দিকে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন শিল্পী আবদুল জব্বার।