
| শুক্রবার, ১৯ জুন ২০২০ | প্রিন্ট
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং হাসপাতালে ভর্তি আছেন। তাঁদের সবার অবস্থা মোটামুটি স্থিতিশীল বলে জানা গেছে।
তিন মন্ত্রীর মধ্যে বাণিজ্যমন্ত্রী রাজধানীর এক বেসরকারি হাসপাতালে এবং বাকি দুজন সম্মিলিত সামরিক (সিএমএইচ) হাসপাতালে রয়েছেন।
বাণিজ্য মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা আব্দুল লতিফ বকসি গতকাল বৃহস্পতিবার বলেন, ‘মন্ত্রী মহোদয়ের শারীরিক অবস্থা স্থিতিশীল আছে। আপাতত কোনো জটিলতা নেই বলে হাসপাতাল কর্তৃপক্ষের কাছ থেকে জেনেছি।’
গত ৭ জুন থেকে সিএমএইচে ভর্তি আছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী। তাঁর জনসংযোগ কর্মকর্তা নাছির উদ্দিন বলেন, ‘মন্ত্রী মহোদয় অনেকটা সুস্থ হওয়ার পথে। পর্যায়ক্রমে উন্নতি হচ্ছে।’
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা সুফী আব্দুল্লাহিল মারুফ জানিয়েছেন, মোজাম্মেল হকের শারীরিক অবস্থাও স্থিতিশীল।
Posted ৮:৫৫ পূর্বাহ্ণ | শুক্রবার, ১৯ জুন ২০২০
ajkerograbani.com | shalauddin Razzak
.
.
Archive Calendar