অনলাইন ডেস্ক | ০৮ সেপ্টেম্বর ২০১৭ | ৫:১৪ অপরাহ্ণ
যাত্রা শুরু করল উত্তরার প্রথম সিনেমা হল ‘ফ্যান্টাসি সিনেমা’। ঈদের দিন থেকে হলটিতে প্রদর্শন শুরু হয়েছে। শাকিব খান অভিনীত চলচ্চিত্র ‘রংবাজ’ ছবিটি চলছে সিনেমা হলটিতে।
সিনিয়র কোষাধ্যক্ষ অরুণ সাহা বলেন, ‘ঈদের দিন থেকেই আমরা ভালো সাড়া পাচ্ছি, দর্শক ছবি দেখছেন। যতটুকু দর্শক পেয়েছি তাতে আমরা সন্তুষ্ট। এখন সিনেমা হলটি আরো সমৃদ্ধ করার চিন্তা করছি।’
সিনেমা হলে কতগুলো আসন রয়েছে, টিকেটের দাম কত, দিনে কয়টি শো চালানো হচ্ছে জানতে চাইলে অরুণ বলেন, ‘আমাদের দুই ধরনের আসন রয়েছে, ২৪০টি আসন দিয়ে আমরা যাত্রা শুরু করেছি। এর মধ্যে ২০০ সাধারণ আসন, আর ৪০টি ভিআইপি আসন রয়েছে। আমরা সাধারণ আসনের জন্য ২৫০ টাকা আর ভিইপি আসনের জন্য ৩০০ টাকা নিচ্ছি। দিনে চারটি শো করে চলছে এখন। প্রথম শো বেলা ১২টায়, তারপর ৩টায়, সন্ধ্যা ৬টায় এবং রাত ৮টা ৩০ মিনিটে।
এর মধ্যে কোনো শো হাউসফুল হয়েছিল কি না জানতে চাইলে অরুণ সাহা বলেন, ‘ঈদের পরের দিন সন্ধ্যার শো হাউসফুল ছিল। এ ছাড়া বাকি শোগুলোতেও আশানুরূপ দর্শক পেয়েছি। আশা করি, সামনে আরো দর্শক পাব।’
আসলে উত্তরা ঢাকার অনেক বড় একটা জায়গা। এখানে কোনো সিনেমা হল ছিল না। এটি চলচ্চিত্রের জন্য দুঃখজনক জানিয়ে অরুণ সাহা বলেন, ‘এই কারণে আমরা সিনেমা হলটি নির্মাণ করেছি। আমরা বিশ্বাস করি, দর্শক এখনো আমাদের চলচ্চিত্র দেখতে চায়। তবে আমাদের দেশের সিনেমা হলগুলোতে পরিচ্ছন্ন, সুন্দর পরিবেশের অভাব বলেই অনেকেই এখন আর ছবি দেখতে যেতে চান না। তাঁদের জন্যই আমরা এই আয়োজনটি করেছি। এখানে আমরা ছবি দেখার সুন্দর একটা পরিবেশ দিচ্ছি।
আমাদের এই সিনেমা হলটি ফ্যান্টাসি আইল্যান্ডের একটি অংশ মাত্র। এখানে শিশুদের বিনোদনের সব ধরনের আয়োজন রয়েছে।’
এই হল সবার বিনোদনের সঙ্গী হবে বলে আশাবাদ ব্যক্ত করেন অরুণ সাহা। সূত্র: এনটিভি অনলাইন