নিজস্ব প্রতিবেদক | ১৯ জুলাই ২০১৮ | ৪:১৮ অপরাহ্ণ
বিএনপির সাবেক মহাসচিব মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক মরহুম জননেতা কে এম ওবায়দুর রহমানের ছোট ভাই ও বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ এর চাচা ফরিদপুর জেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক কে এম মজিবর রহমান তারু মিয়া (৭০) বুধবার দুপুরে ঢাকার ফার্মগেট সংলগ্ন বাসায় হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন ( ইন্নালিল্লাহি—- রাজিউন)।
মৃত্যুকালে তিনি স্ত্রী,২ ছেলে এবং ১ মেয়ে সহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন।
মরহুমের পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে বৃহস্পতিবার সকাল ৯ টায় ফরিদপুর শহুরের আলিপুর গোরুস্থান সংলগ্ন মসজিদ চত্বরে প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। এরপর সকাল ১১ টায় তার নিজ গ্রাম নগরকান্দার লস্করদিয়া আতিকুর রহমান উচ্চ বিদ্যালয় মাঠে ২য় নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।