কোটালীপাড়া (গোপালগঞ্জ)প্রতিনিধি | ০৫ জুলাই ২০১৮ | ২:২২ অপরাহ্ণ
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় ৩শ’ গ্রাম গাঁজাসহ মো: আজাদ শেখ (৩৮) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।
আজ বৃহস্পতিবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে কোটালীপাড়া থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে উপজেলার মদনপাড়া গ্রামের রব্বান শাহের বাড়ির পশ্চিম পাশের পাঁকা রাস্তার উপর থেকে মো: আজাদ শেখকে গ্রেফতার করে।
কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ কামরুল ফারুক জানান, গ্রেফতারকৃত মো: আজাদ শেখ উপজেলার সোনাটিয়া গ্রামের মতলেব শেখের ছেলে। তার বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।