কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি: | ২৬ জুন ২০১৮ | ৬:০৩ অপরাহ্ণ
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় দু’দল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে অনন্ত ১৫জন আহত হয়েছে। গত সোমবার বিকেলে উপজেলার টুপুরিয়া গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
জানাগেছে, উপজেলার টুপুরিয়া গ্রামের সেকেন্দার আলী ফকির (৫৫) বাড়ির পাশের খালে মাছ ধরার জন্য জাল পাতে। একই গ্রামের ফারুক শেখ ওই খাল দিয়ে ট্রলার নিয়ে যাবার সময় সেকেন্দার আলীর জাল ছিড়ে যায়।
এ নিয়ে দু’জনার মাঝে কথা কাটাকাটি হয়। এরই সূত্র ধরে সেকেন্দার ও ফারুকের বংশীয় লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। আধা ঘন্টা ধরে চলা এ সংঘর্ষের উভয় পক্ষের অনন্ত ১৫ জন আহত হয়। খবর পেয়ে কোটালীপাড়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।
গুরুতর আহত সেকেন্দার আলী ফকির(৫৫), নাসির শেখ(৩৫), সাইদুল শেখ (১৮), ওহিদুল শেখ(২৫), ইয়াছিন শেখ(১৫), কামরুল মোল্লা(৪০) ও অসিম শেখ (২৫) কে উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে। এখানে শারিরীক অবস্থার অবনতি ঘটলে সাইদুল শেখ ও অসিম শেখকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।
কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ কামরুল ফারুক বলেন, এক পক্ষের অভিযোগ পেয়েছি। তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহন করবো।