
কোটালীপাড়া প্রতিনিধি : সুজিৎ মৃধা | বুধবার, ০৮ জানুয়ারি ২০২০ | প্রিন্ট
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় বিশিষ্ট সাংবাদিক, কলামিস্ট, লেখক, মুক্তিযোদ্ধা, বাম রাজনীতির পুরোধা নির্মল সেনের সপ্তম
মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।
এ উপলক্ষে বুধবার উপজেলার দিঘীরপাড়া গ্রামে নির্মিত নির্মল সেন স্কুল এ্যান্ড মহিলা কলেজ চত্ত¡রে নির্মল সেন স্মৃতি সংসদের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
নির্মল সেন স্কুল এ্যান্ড মহিলা কলেজের প্রতিষ্ঠাতা ও সভাপতি রতন সেন কংকনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার এস এম মাহফুজুর রহমান, প্রফেসর কার্তিক চন্দ্র বিশ্বাস, উপজেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক নারায়ণ চন্দ্র দাম, সরকারি কোটালীপাড়া ইউনিয়ন ইনস্টিটিউশনে প্রধান শিক্ষক হিমাংশু কুমার পান্ডে, কোটালীপাড়া পাবলিক ইনস্টিটিউশনের প্রধান শিক্ষক সুরেশ দাস, উদীচী কোটালীপাড়া শাখার সভাপতি অশোক কর্মকার, সমাজসেবক কাজী আব্দুর হান্নান, সাংবাদিক মিজানুর রহমান বুলু, গৌরাঙ্গ লাল দাস, নির্মল সেন স্কুল এ্যান্ড মহিলা কলেজের প্রধান শিক্ষক অরুন কুমার মধু বক্তব্য রাখেন। উল্লেখ্য সাংবাদিক নির্মল সেন ২০১৩সালের ৮জানুয়ারী মৃত্যুবরণ করেন।
Posted ৩:০৮ অপরাহ্ণ | বুধবার, ০৮ জানুয়ারি ২০২০
ajkerograbani.com | shalauddin Razzak
.
.
Archive Calendar