কোটালীপাড়া (গোপালগঞ্জ)প্রতিনিধি : | ১৫ ফেব্রুয়ারি ২০১৮ | ৭:০৩ অপরাহ্ণ
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার বোরো চাষিরা উৎসব মুখর পরিবেশের মধ্যে দিয়ে পাচিং উৎসব পালন করেছে । গত বুধ ও বৃহস্পতিবার উপজেলার ১১টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় এই উৎসব পালন করেন। এই দুই দিন বোরো চাষিরা তাদের জমিতে গাছের ডাল পুতে দেন। উপজেলা কৃষি অফিসার রথীন্দ্রনাথ বিশ্বাস প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মাঝবাড়ী বিলে এ উৎসবের উদ্বোধন করেন। এ সময় উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষন কর্মকর্তা কৃতিবাস পান্ডে, সহকারী কৃষি কর্মকর্তা ব্রজেন্দ্রনাথ সরকার, ইউপি সদস্য সবুর শেখ উপস্থিত ছিলেন।
উপজেলা কৃষি কর্মকর্তা রথীন্দ্রনাথ বিশ্বাস বলেন, জমিতে গাছের ডাল পুতে দেবার পর এই ডালে পাখি বসে পোকা মাকড় খেয়ে ফেলবে। আর পাখিতে পোকা মাকড় খেয়ে ফেললে কিটনাশক ব্যবহার করতে হবে না।