
কোটালীপাড়া প্রতিনিধি : সুজিৎ মৃধা | বুধবার, ০১ জানুয়ারি ২০২০ | প্রিন্ট
গোপালগঞ্জের কোটালীপাড়ায় নতুন বছরের প্রথম দিনে শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে পাঠ্য বই বিতরণের মধ্য দিয়ে বই উৎসব অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার সকালে উপজেলার সিকির বাজার কোটালীপাড়া পাবলিক ইনস্টিটিউশন মডেল-এ বই উৎসবের উদ্ধোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার এসএম মাহফুজুর রহমান।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুরেশ কুমার দাসের সভাপতিত্বে অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসাবে উপজেলা সহকারী কমিশনার ভুমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মহসিন উদ্দিন, মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ মাহবুবুর রহমান, প্রাথমিক শিক্ষা অফিসার অরুন চন্দ্র ঢালী, একাডেমিক সুপার ভাইজার মোঃ জসিম উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন। পরে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেন অতিথিবৃন্দ। এ সময় বই পেয়ে শিক্ষার্থীরা অনেক খুশি বলে তাদের অনুভুতি প্রকাশ করেন।
Posted ৬:০৯ অপরাহ্ণ | বুধবার, ০১ জানুয়ারি ২০২০
ajkerograbani.com | shalauddin Razzak
.
.
Archive Calendar