কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি: | ০৮ জুলাই ২০১৮ | ৩:১৮ অপরাহ্ণ
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণের কেন্দ্র নির্ধারণের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার উপজেলার হিরন ইউনিয়ন পরিষদ চত্ত্বরে বর্ষাপাড়া ও হিরন গ্রামের জনগন এ বিক্ষোভ সমাবেশ করেন। হিরন গ্রামের বিশিষ্ট সমাজসেবক আবুল কাসেম শেখের সভাপতিত্বে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হিরণ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মুন্সি এবাদুল ইসলাম। সমাবেশে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক এসএম এসরাফিল, মুক্তিযোদ্ধা রেজাউল ফকির, সমাজসেবক মেকাইল ইসলাম টুটুল, গাউসুল আজম খান, ইউপি সদস্য মেহেদী হাসান বক্তব্য রাখেন। বক্তারা বলেন, একটি মহল উদ্যেশ্যমূলক ভাবে স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণের কেন্দ্র ইউনিয়ন পরিষদ ভবনে না করে ওয়েষ্ট কোটালীপাড়া ইউনিয়ন ইনষ্টিটিউটে করেছে। তারা আরো বলেন, ইউনিয়ন পরিষদ ভবনে বিতরণের কেন্দ্রে না করলে আমরা এই দুই গ্রামের জনগন স্মার্ট জাতীয় পরিচয়পত্র নিবোনা।