কোটালীপাড়া প্রতিনিধি : সুজিৎ মৃধা | ০১ এপ্রিল ২০২০ | ৬:০০ অপরাহ্ণ
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার পীড়ারবাড়ী বাজারে ওজনে কম তেল বিক্রির অভিযোগে মেসার্স মল্লিক ট্রেডার্সকে ভোক্তা অধিকার আইনে ৫০,০০০ টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত।
আজ দুপুরে কোটালীপাড়া উপজেলা নির্বাহী অফিসার এস.এম মাহফুজুর রহমান মোবাইল কোর্ট পরিচালনা করে।
জানা যায়, পীড়ারবাড়ী বাজারে মেসার্স মল্লিক ট্রেডার্সের স্বত্বাধিকারী নারায়ন মল্লিক অনেকদিন থেকে তার তেল মাপার ব্যালন দিয়ে কৌশলে তেল চুরি করে আসছিল।
অভিযোগের ভিত্তিতে নির্বাহী অফিসার উক্ত ব্যালনে মাপ দিয়ে অভিযোগের সত্যতা পেয়ে ভোক্তা অধিকার আইনে তাকে ৫০,০০০ হাজার টাকা অনাদায়ে এক মাসের কারাদন্ডের নির্দেশ প্রদান করেন । অভিযুক্ত ব্যবসায়ী পীড়ারবাড়ী গ্রামের নারায়ণ মল্লিক মৃত হরালাল মল্লিকের ছেলে। এসময় উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মহসীনউদ্দিন, উপজেলা প্রকৌশলী অফিসার দেবাশীষ বাগচি সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা উপস্থিত ছিলেন ।