কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি: | ২৬ জুন ২০১৮ | ৬:০১ অপরাহ্ণ
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় নানা কর্মসূচির মধ্যে দিয়ে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষে মঙ্গলবার উপজেলা প্রশাসনের আয়োজনে ও বাংলাদেশ ইয়ূথ ফার্স্ট কনসার্ন্সের সহযোগিতায় একটি র্যালি উপজেলা পরিষদ চত্ত্বর থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ হলরুমে এসে একটি আলোচনা সভায় মিলিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার এসএম মাহফুজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় ভাইস চেয়ারম্যান মতিয়ার রহমান হাজরা, লক্ষ্মী সরকার, কৃষি অফিসার রথীন্দ্রনাথ বিশ্বাস, মৎস্য অফিসার প্রশান্ত কুমার সরকার, কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ কামরুল ফারুক, বাংলাদেশ ইয়ূথ ফার্স্ট কনসার্ন্সের প্রোগ্রাম অফিসার মিলন বাড়ৈ বক্তব্য রাখেন।