গৌরাঙ্গ লাল দাস,কোটালীপাড়া : | ০৭ জুলাই ২০১৮ | ৪:৫৫ অপরাহ্ণ
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় প্রতারণা মামলার ১বছরের সাজাপ্রাপ্ত আসামী আরিফুল ইসলাম(৪০) ও মাদক মামলার ৬ মাসের সাজাপ্রাপ্ত আসামী মো: সাইদুল ইসলাম শেখ (২২) কে গ্রেফতার করেছে পুলিশ।
গত শুক্রবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে কোটালীপাড়া থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে উপজেলার রামনগর বাজার থেকে আরিফুল ইসলাম ও বংকুরা গ্রামের ব্রীজের উপর থেকে মো: সাইদুল ইসলাম শেখকে গ্রেফতার করে।
কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ কামরুল ফারুক জানান, আরিফুল ইসলাম উপজেলার বিরামের কান্দি গ্রামের রাজু মোল্লার ছেলে ও মো: সাইদুল ইসলাম শেখ বংকুরা গ্রামের ফায়েকুজ্জামান শেখের ছেলে।