গৌরাঙ্গ লাল দাস,কোটালীপাড়া : | ০৪ মার্চ ২০১৮ | ১০:৩৪ অপরাহ্ণ
গোপালগঞ্জের কোটালীপাড়া পৌরসভা নির্বাচনে মনোনয়ন পত্র যাচাই বাছাইয়ের সংরক্ষিত মহিলা কাউন্সিলর ও পুরুষ কাউন্সিলর পদে দুইটি মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। এদিকে মেয়র পদে একমাত্র আওয়ামী লীগের প্রার্থী মো: কামাল হোসেন শেখের মনোনয়নপত্র বৈধ ঘোষনা করা হয়েছে।
জেলা নির্বাচন অফিসার মুন্সি ওহিদুজ্জামান জানান, রোববার (৪মার্চ) ছিল মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের নির্ধারিত দিন। মনোনয়রপত্র যাচাই বছাইয়ে মেয়র পদে একমাত্র আওয়ামী লীগের প্রার্থী কামাল হোসেন শেখের মনোনয়নপত্র বৈধ ঘোষনা করা হয়।
এছাড়া যাচাই বাছাইয়ের সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১নং ওয়ার্ডের (১,২,৩) বেবী রহমান ও পুরুষ কাউন্সিলর পদে ৩নং ওয়ার্ডের হোসেন আলী খলিফার মনোয়নপত্র বাতিল করা হয়েছে। ফলে এ নির্বাচনে মেয়র পদে একজন, সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১৩ ও পুরুষ কাউন্সিলর পদে ৩৪ প্রার্থী রয়েছেন।
তিনি আরো জানান, মনোনয়নপত্র বাতিল হওয়া ওই দুই প্রার্থী আপিল করতে পারবেন। এর আগে মনোনয়নপত্র জমাদানের শেষ দিনে একজন মেয়র প্রার্থী, সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১৪ ও পুরুষ কাউন্সিলর পদে ৩৫ প্রার্থী তাদের মনোনয়ন পত্র জামা দিয়েছিলেন।