গৌরাঙ্গ লাল দাস,কোটালীপাড়া : | ২৭ জুন ২০১৮ | ৪:২৩ অপরাহ্ণ
গোপালগঞ্জের কোটালীপাড়ায় উপজেলা পর্যায়ে কমিউনিকেশন স্ট্র্যাটেজি বাস্তবায়ন ও পরিবীক্ষণ বিষয়ক সঞ্জীবনী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে প্রাথমিক শিক্ষক সমিতির ভবনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। জেলা শিক্ষা অফিসার মো: মাসুদ ভুঁইয়া প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মশালাটির উদ্বোধন করেন।
উপজেলা শিক্ষা অফিসার মো: শহীদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে জেলা সহকারি প্রাথমিক শিক্ষা অফিসার মো: জামাল হোসেন, উপজেলা সহকারি শিক্ষা অফিসার রঞ্জন কুমার বোস, দিপঙ্কর বালা বক্তব্য রাখেন।
দিনব্যাপী এ কর্মশালায় উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি, সাংবাদিক অংশগ্রহন করেন।