কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি: | ২০ ফেব্রুয়ারি ২০১৮ | ১২:০৪ অপরাহ্ণ
মুন্সী এবাদুল ইসলামকে আহবায়ক ও সিরাজুল ইসলাম (শুকুর)কে সদস্য সচিব করে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলা কৃষক লীগের ৩১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। গত রবিবার (১৮ ফেব্রুয়ারি) জেলা কৃষক লীগের সভাপতি শেখ লুৎফর রহমান গঞ্জর ও সাধারণ সম্পাদক আব্দুর রহমান বিশ্বাস যৌথ ভাবে স্বাক্ষর করে এই কমিটিকে অনুমোদন প্রদান করেন।
কোটালীপাড়া উপজেলার হিরন ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা কৃষক লীগের আহবায়ক মুন্সী এবাদুল ইসলাম বলেন, আমাকে উপজেলা কৃষক লীগের আহবায়ক করায় জননেত্রী শেখ হাসিনা ও গোপালগঞ্জ জেলা কৃষক লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগ এবং সহযোগি সংগঠনের নেতা কর্মীদের ধন্যবাদ জ্ঞাপন করছি।