
কোটালীপাড়া প্রতিনিধি : সুজিৎ মৃধা | সোমবার, ০৯ মার্চ ২০২০ | প্রিন্ট
নানা কর্মসূচির মধ্যে দিয়ে জ্ঞানের আলো পাঠাগারের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
এ উপলক্ষে বুধবার উপজেলার তারাশী গ্রামে নির্মিত জ্ঞানের আলো পাঠাগারের চত্ত্বর থেকে একটি শোভাযাত্রা বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পূণরায় পাঠাগার চত্ত্বরে এসে একটি আলোচনা সভায় মিলিত হয়।
জ্ঞানের আলো পাঠাগারের সভাপতি সুশান্ত মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আয়নাল হোসেন শেখ, ইউপি চেয়ারম্যান গোলাম কিবরিয়া দাড়িয়া, জেলা পরিষদ সদস্য নজরুল ইসলাম হাজরা মন্নু বক্তব্য রাখেন।
আয়নাল হোসেন শেখ বলেন, আমরা একটি পাঠাগার বলতে যা বুঝি জ্ঞানের আলো পাঠাগার তার চেয়ে ব্যতিক্রম। এই পাঠাগারটির সদস্যরা আর্তমানবতার সেবাসহ মাদক, ইভটিজিং, বাল্য বিয়ে প্রতিরোধে কাজ করে থাকে। আমি এই পাঠাগারটির সদস্যদের ধন্যবাদ জানাই। তারা যেন আগামীতেও এ ধরণের ভাল কাজ অব্যাহত রাখে। আলোচনা সভা শেষে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয়।
Posted ৬:৩৭ অপরাহ্ণ | সোমবার, ০৯ মার্চ ২০২০
ajkerograbani.com | shalauddin Razzak
.
.
Archive Calendar