
কোটালীপাড়া প্রতিনিধি : | মঙ্গলবার, ২৩ জুন ২০২০ | প্রিন্ট
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় নতুন করে ৮ জন করোনায় আক্রান্ত হয়েছে। এ নিয়ে উপজেলায় করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৭৯ জনে। এর মধ্যে ৪৯ জন সুস্থ্য হয়েছেন। আক্রান্ত ৩০ জন আইসোলেশনে ও আক্রান্তদের বাড়িতে চিকিৎসাধীনে রয়েছে।
কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সুশান্ত বৈদ্য মঙ্গলবার (২৩ জুন) সকালে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান কোটালীপাড়া উপজেলার রাধাগঞ্জ ইউনিয়নে ৩ জন, পৌরসভার ৪ জন, হিরন ইউনিয়নেে ১ জন সহ মোট ৮ জনের সোমবার (২২ জুন) কোভিড-১৯ পজিটিভ রিপোর্ট এসেছে। আক্রান্তদের বাড়ি লকডাউন করা হয়েছে। আক্রান্তরা আইসোলেশনে ও বাড়িতে চিকিৎসাধীন রয়েছে।
Posted ১২:১১ অপরাহ্ণ | মঙ্গলবার, ২৩ জুন ২০২০
ajkerograbani.com | shalauddin Razzak
.
.
Archive Calendar