কোটালীপাড়া প্রতিনিধি: | ২৫ নভেম্বর ২০২০ | ১:৫৭ অপরাহ্ণ
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার কলাবাড়ী ইউনিনের রাম নগরে নতুন সড়ক উদ্বোধন করা হয়।
আছ বুধবার ( ২৫শে নভেম্বর) সকাল দশটায় কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ভবেন্দ্র নাথ বিশ্বাস ও কলাবাড়ী ইউপি চেয়ারম্যান মাইকেল ওঝা উপস্থিত হয়ে রাম নগর বাজার থেকে লখন্ডা সংযোগ সড়ক পর্যন্ত দুই কিলোমিটার সড়কের উদ্ধোধন করা হয়।
রামনগর গ্রামের প্রবিন নেতা শরৎ চন্দ্র হালদার ফিতা কেটে সড়কটির উদ্ভোধন করেন।
এসময় আরো উপস্থিত ছিলেন, ক্ষিতিশ দত্ত, পিযূজ কান্তি সরকার, নিতাই বিশ্বাস, অধির বাড়ৈ, বিশ্বজিত বল্লভ, সুধীর গাইন, চিত্ত রঞ্জন সরকার, দিজেন বাগচী, দীপক সরকার, অ্যাড: দীজেন বাগচী প্রমুখ।