কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধিঃ | ০১ জুলাই ২০১৮ | ৬:৩৬ অপরাহ্ণ
গোপালগঞ্জের কোটালীপাড়ায় গৌতম পান্ডে(৯)নামে এক শিশু পুকুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে মারা গেছে।কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা প্রেমানন্দ মন্ডল মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
আজ রোববার দুপুরে কোটালীপাড়া উপজেলার কালিকা বাড়ি গ্রামে এ ঘটনা ঘটে।সে ওই গ্রামের গোপাল পান্ডের ছেলে।
জানাগেছে, সাঁতার না জানা ওই শিশু দুপুরে নিজেদের বাড়ির পুকুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে যায়।পরে বাড়ির লোকজন খোঁজাখুঁজি করে পানি থেকে তাকে উদ্ধার করে কোটালীপাড়া স্বাস্থ্য কম্পপ্লেক্সে নিয়ে গেলে কর্তৃব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন।