কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি: | ০৯ জুলাই ২০১৮ | ৪:৩০ অপরাহ্ণ
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুনামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। গত রবিবার উপজেলার কেপি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে এ ফুটবল খেলা অনুষ্ঠিত হয়। খেলার বালক বিভাগে টিটি সরকারি প্রাথমিক বিদ্যালয় ৩-০ গোলে কুশলা সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে। অপরদিকে বালিকা বিভাগে কেপি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় ৪-২ গোলে পূর্ব লাটেঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে। উপজেলা চেয়ারম্যান মুজিবুর রহমান হাওলাদার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। এ সময় উপজেলা ভাইস চেয়ারম্যান মতিয়ার রহমান হাজরা, উপজেলা শিক্ষা অফিসার মো: শহীদুল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি কৃষ্ণকান্ত সরকার, সাধারণ সম্পাদক কাজী সাফায়েত হোসেন উপস্থিত ছিলেন।