কোটালীপাড়া প্রতিনিধি : সুজিৎ মৃধা | ০৭ আগস্ট ২০১৯ | ১:১০ অপরাহ্ণ
বেপরোয়া বাস চালানো, বাস শ্রমিকদের দ্বারা ছাত্রীদের ইভটিজিং, অতিরিক্ত ভাড়া আদায় ও হেলপার দিয়ে গাড়ি চালোনাসহ বিভিন্ন অনিয়মের প্রতিবাদে গোপালগঞ্জ বাস-মিনিবাস শ্রমিকদের বিরুদ্ধে কোটালীপাড়া মানবন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার সকাল ১১টায় উপজেলার প্রধান সড়ক অবরোধ করে ঘন্টাব্যাপী বিক্ষোভ করে বিভিন্ন স্কুল কলেজের শিক্ষক-শিক্ষার্থী, আওয়ামীলীগ ও তাদের অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ উপজেলার সর্বস্তরের জনগন। সমাবেশে শিক্ষার্থীরা বিভিন্ন প্রকার ব্যানার ফেস্টুনে তাদের অভিযোগ তুলে ধরে প্রতিবাদ জানায়।
বাংলাদেশ মুক্তিযোদ্ধা প্রজন্মলীগের কোটালীপাড়া শাখার সভাপতি বুলবুল আহম্মেদ হাজরার সঞ্চালনায় সমাবেশে বক্তৃতা রাখেন কোটালীপাড়া উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক এস.এম হুমায়ুন কবির, উপজেলা মহিলা আওয়ামীলীগ সভানেত্রী রাফেজা বেগম, গোপালগঞ্জ জেলা শাখার ছাত্রলীগের সহ-সভাপতি চৌধুরী সেলিম আহম্মেদ ছোটন, কোটালীপাড়া পৌর ছাত্রলীগ সভাপতি আলীউজ্জামান জামিরসহ ভুক্তভোগী শিক্ষার্থীরা। এসময় বক্তারা গোপালগঞ্জ বাস মিনিবাস শ্রমিকদের শৃঙ্খলায় ফিরে আসতে আহব্বান জানায় অন্যথায় আরো কঠোর আন্দোলনের ঘোষনা প্রদান করেন।