গৌরাঙ্গ লাল দাস,কোটালীপাড়া : | ১১ জুলাই ২০১৮ | ৮:২৮ অপরাহ্ণ
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় বিশ্ব জনসংখ্যা দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষে বুধবার উপজেলা প্রশাসন ও পরিবার পরিকল্পনা বিভাগের আয়োজনে একটি র্যালি উপজেলা পরিষদ চত্ত্বর থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ হলরুমে এসে আলোচনা সভায় মিলিত হয়।
ইউএফপিও পলাশ কুমার বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় উপজেলা চেয়ারম্যান মুজিবুর রহমান হাওলাদার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. প্রেমানন্দ মন্ডল, এইউএফপিও পূর্ণচন্দ্র হালদার, ইউএফপিএ সুজিত পোদ্দার, এফপিআই আব্দুল জলিল বক্তব্য রাখেন।