গৌরাঙ্গ লাল দাস, কোটালীপাড়া : | ১৯ জুলাই ২০১৮ | ৮:৩৮ অপরাহ্ণ
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় ২৪ প্রহর (৪দিন) ব্যাপী তারকব্রহ্ম মহানামযজ্ঞানুষ্ঠান শুরু হয়েছে।
বৃহস্পতিবার উপজেলার ভাঙ্গারহাট সার্বজনীন শ্রীশ্রী রাধাগোবিন্দ মন্দির আঙ্গিনায় দেশ মাতৃকার ও বিশ্বজননীর সকল সন্তানের সুখ-সমৃদ্ধি এবং মঙ্গল কামনায় ২৪ প্রহর ব্যাপী তারকব্রহ্ম মহানামযজ্ঞানুষ্ঠান শুরু হয়।
অনুষ্ঠান পরিচালনা কমিটির সভাপতি সর্বানন্দ বৈদ্য জানান, এ বছর প্রভু নিতাই সম্প্রদায়, ভবাপাগলা সম্প্রদায়, মনোহর পাগল সম্প্রদায়, গৌর বাণী সম্প্রদায়, শান্তিনিকেতন সম্প্রদায়, গকুল কৃষ্ণ সম্প্রদায় নামসুধা পরিবেশন করবেন। আগামী রবিবার শ্রীশ্রী রাধাকৃষ্ণের অষ্টকালীন লীলা কীর্তন শেষে মহাপ্রভুর ভোগরাগ ও মহাপ্রসাদ বিতরণের মধ্যে দিয়ে অনুষ্ঠানের সমাপ্তী ঘটবে।