গৌরাঙ্গ লাল দাস,কোটালীপাড়া : | ৩০ জুন ২০১৮ | ৩:০৯ অপরাহ্ণ
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় মাদক ও জঙ্গীবাদ বিরোধী এক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার উত্তর কোটালীপাড়া রামমোহন উচ্চ বিদ্যালয় মাঠে কমিউনিটি পুলিশের আয়োজনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
কুশলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুল ইসলাম বাদলের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ছানোয়ার হোসেন(পিপিএম)। সমাবেশে কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ কামরুল ফারুক, প্রেসক্লাবের সভাপতি মিজানুর রহমান বুলু, উপজেলা আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক নাসিরউদ্দিন তালুকদার, কুশলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি দিলিপ কুমার বাড়ৈ, রামমোহন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্বপন কুমার দে, শিক্ষক একেএম আব্দুল আউয়াল জাফরী, রামমোহন উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি বিকাশ চন্দ্র মজুমদার, দশম শ্রেণির ছাত্র অপূর্ব মজুমদার বক্তব্য রাখেন। এ সমাবেশে স্কুলের ছাত্রছাত্রী, অভিভাবক ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।