| ১৬ জানুয়ারি ২০২১ | ৮:৫২ অপরাহ্ণ
স্থানীয় সরকার নির্বাচনের দ্বিতীয় দফায় ৬০টি পৌরসভায় শনিবার (১৬ জানুয়ারি) ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। এ নির্বাচনে ৬০টির মধ্যে ২৮টি পৌরসভায় ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ হয়েছে। বাকি পৌরসভাগুলো ব্যালটের মাধ্যমে নির্বাচন অনুষ্ঠিত হয়।
বিচ্ছিন্ন কিছু ঘটনা ছাড়া সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। এখন পর্যন্ত অনেকেই বেসরকারিভাবে জয়ী হয়েছেন। তবে কিছু কিছু পৌরসভায় এখনো ভোট গণনা চলছে। সবশেষ পাওয়া অনুযায়ী মেয়র পদে যারা জয়ী হয়েছেন তাদের তালিকা তুলে ধরা হলো।
মেয়র পদে জিতলেন যারা-
১. নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভায় আবদুল কাদের মির্জা (আ.লীগ মনোনীত) ১০ হাজার ৭৩৮ ভোট পেয়ে বেসরকারিভাবে মেয়র নির্বাচিত হয়েছেন।
২. মোংলা পোর্ট পৌরসভার নির্বাচনে বীর মুক্তিযোদ্ধা শেখ আব্দুর রহমান (আ.লীগ মনোনীত) ১১ হাজার ৫৮৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।
৩. ঝিনাইদহের শৈলকুপা পৌরসভা নির্বাচনে কাজী আশরাফুল আজম (আ.লীগ প্রার্থী) ১০৮৮৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
৪. খাগড়াছড়ি পৌরসভা নির্বাচনে নির্মলেন্দু চৌধূরী (আ.লীগ মনোনীত) ৯ হাজার ৩২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
৫. বাগেরহাটের মোংলা পোর্ট পৌরসভার নির্বাচনে মেয়র পদে শেখ আব্দুর রহমান (আ.লীগ মনোনীত) ১২১২৫ ভোট বিজয়ী হয়েছেন।
৬. রাজশাহীর বাঘা আড়ানী পৌর সভায় মুক্তার আলী (বিদ্রোহী প্রার্থী) ৫,২০৯ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
আরও আসছে…